করোনা সংক্রমণের মোকাবিলায় বীরভূমের ৬ টি পৌরসভায় লকডাউনের ঘোষনা : ২৪ শে জুলাই থেকে শুরু

22nd July 2020 5:37 pm বীরভূম
করোনা সংক্রমণের মোকাবিলায় বীরভূমের ৬ টি পৌরসভায় লকডাউনের ঘোষনা : ২৪ শে জুলাই থেকে শুরু


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় এবার বীরভূম জেলার ৬ টি পৌরসভা এলাকায় লকডাউন ঘোষনা করলো জেলা প্রশাসন । আগামী ২৪ শে জুলাই থেকে ৩১ শে জুলাই পর্যন্ত লকডাউনের দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে । প্রতিদিন বিকেল ৩ টে থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে পৌর এলাকাগুলি । সরকারী নির্দেশ অনুসারে অত‍্যাবশ‍্যকীয় পণ‍্য সামগ্ৰী এর দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে । কোনো জমায়েত করা চলবে না । কঠোরভাবে সকলকে নির্দেশিকা মেনে চলতে হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে । বীরভূমের ৬ টি পৌরসভা যথাক্রমে বোলপুর , সিউড়ী , রামপুরহাট , সাঁইথিয়া , নলহাটি ও দুবরাজপুর । এই সমস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা যেমন প্রচার করা হবে তেমনি নজরদারি ও থাকবে পুলিশের । মাস্ক ব‍্যবহার , এলাকা স‍্যানিটাইজ করা , শারিরীক দূরত্ব বজায় রাখা এছাড়াও যে সময়ে দোকান বা প্রতিষ্ঠান খোলা থাকবে সে সময় ভীড় যাতে না হয় দূরত্ব যাতে বজায় থাকে সে দিকেও দৃষ্টি রাখার কথা বলা হয়েছে । 





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।